ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বেতন বৈষম্যের প্রতিবাদে বিবিসি চীন সম্পাদকের পদত্যাগ

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

বেতন বৈষম্যের প্রতিবাদে কাজ ছাড়লেন বিবিসির চীন সম্পাদক ক্যারি গ্রেসি। খোলা পদত্যাগপত্রে তিনি বেতন ভাতা নিয়ে গোপনীয়তা বৈষষ্যের অভিযোগ তুলেন। তবে বিবিসির দাবি, নারীদের ক্ষেত্রে কাঠামাগত কোনো বৈষম্য নেই তাদের প্রতিষ্ঠানে।
চিঠিতে ক্যারি গ্রেসি লিখেছেন, একই পদে পুরুষ সহকর্মীর চেয়ে বেতন কম। এমনকি তার আয়ের তুলনায় একজন পুরুষ সহকর্মী দেড় লাখ পাউন্ড বেশি বেতন পান। বিবিসির বেতন কাঠামোয় `গোপনীয় ও অবৈধ` বেতন সংস্কৃতি রয়েছে বলেও তার দাবি।
প্রতিষ্ঠানগুলোতে বেতনের বিষয়টি গোপন রাখা হয়। তবে বেতন বৈষম্যের ঘটনাটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জুলাইয়ে। সে সময় বিবিসি দেড় লাখ পাউন্ডের বেশি বেতনপ্রাপ্ত সব কর্মীদের বেতনের অঙ্ক প্রকাশ করতে বাধ্য করে। সে তালিকায় গ্রেসি দেখেন, বিবিসির দুজন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তাদের সহকর্মী নারীদের তুলনায় ৫০ শতাংশ বেশি আয় করেন। এর পরেই তিনি বেতন বৈষম্যের অভিযোগ করেন।
তবে বিবিসি কর্তৃপক্ষের ভাষ্য, নারীদের বিরুদ্ধে কোনো কাঠামোগত বৈষম্য নেই প্রতিষ্ঠানে।