ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নির্বাচনে যাবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬:১১ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেও এখন দলীয় প্রার্থী চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

সোমবার দুপুরে রাজধ‌ানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শে‌ষে সংবাদমাধ্যমে এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত আমরা দেখছি না। বিএনপি সব সময় গণতন্ত্র নিয়ে কথা বলছে, কিন্তু সত্যিকার অর্থে দেশে কোনো গণতন্ত্র নেই। গত পাঁচ বছর ধরে বিএনপি গণতন্ত্র নিয়ে কথা বলতে বলতে এখন ক্লান্ত। এসময় তিনি অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের আহবান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছেন। সরকার আবারও আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। আমরা সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না। তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নিতে দেওয়া হচ্ছে না।

/ আর / এআর