রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেইসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ঢাকা জেলার উত্তরা থানায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।
এ অভিযান চালিযে যাদেরকে জরিমানা করা হয় তাদের মধ্যে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা) ৫০ হাজার টাকা, সসলিস ফুড কে ৩৭ ধারায় (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা) ৩০ হাজার টাকা, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ৫১ ধারায় (মেয়াদ উত্তীর্ণ কোন পণ্য বা ওষুধ বিক্রয়) ৫০ হাজার টাকা, হ্যান্ডি রেস্টুরেন্টকে ৩৭, ৪৩ এবং ৫১ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দণ্ড) এক লাখ টাকা এবং সেভরী রেস্টুরেন্টকে ৩৭ ধারায় ২০ হাজার টাকাসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এম /এসএইচ