ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

শিশুদের মানসিক বিকাশে আইফোনকে খোলা চিঠি

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

শিশুদের মানসিক বিকাশে আইফোনের প্রভাব নিয়ে গবেষণা চালাতে বলেছে অ্যাপলের দুই শেয়ার হোল্ডার। এবিষয়ে বিনিয়োগকারী দুই প্রতিষ্ঠান জেনা পার্টনার ও ক্যালিফোর্নিয়ার স্টেট টিচার্স রিটায়ারমেন্ট সিস্টেম অ্যাপলের কাছে খোলা চিঠি পাঠিয়েছে।

চিঠিতে তারা জানায়, অ্যাপলের উচিত অভিভাবকদেরকে আরো তথ্য দেওয়া ও সফটওয়্যার টুল সরবরাহ করা। যাতে শিশুরা সন্তোষজনক মাত্রায় এটি ব্যবহার করতে পারে। বয়স্ক ব্যবহারকারী ও শিশুদের জন্য আইফোনে আলাদা সফটওয়্যার নির্মাণেরও পরামর্শ দেওয়া হয়। আইফোনের সেটআপে পরিবর্তন এনে শিশুদের জন্য বয়স ও ব্যবহারের সময়সীমা নির্ধারণেরও দাবি জানানো হয় চিঠিতে।

চিঠিতে আইফোন কিভাবে ব্যবহার করা হচ্ছে তাতে অভিভাবকদের নজরদারি রাখারও দাবি জানানো হয়। স্মার্টফোন ব্যবহার করার সাথে শিক্ষার্থীদের বিষন্নতায় ভোগার সম্পর্ক আছে। অ্যাপলকে এ বিষয়ে আরো গবেষণা চালাতে বিনিয়োগ বাড়ানোর আহবান জানানো হয়।

অ্যাপলে প্রতিষ্ঠান দুটির বিনিয়োগ ২ বিলিয়ন ডলার। যেখানে অ্যাপলের মোট মূলধনের পরিমাণ ৮৯৮ বিলিয়ন ডলার। তবে তাদের এই উদ্যোগ ইতিবাচক কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আর