ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পায়রা বন্দরের সার্ভিস জেটির নির্মাণ কাজ এ মাসেই: নৌপরিবহণ মন্ত্রী

প্রকাশিত : ১০:০৮ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১০:৫৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

আগামী ২৮ জানুয়ারি পায়রা বন্দরের ‘সার্ভিস জেটি’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, একই দিনে নবনির্মিত “ওয়্যার হাউজ” এর উদ্বোধন করা হবে। সার্ভিস জেটির দৈর্ঘ্য হবে ৮০ মিটার। সার্ভিস জেটি নির্মিত হলে পণ্য লোডিং আনলোডিং করা সহজ হবে।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পায়রা বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এসব তথ্য জানান মন্ত্রী।

সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, অতিরিক্ত সচিব জিকরুর রেজা খানম, অতিরিক্ত সচিব মো. শাহাদৎ হোসেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মো. জাহাঙ্গীর আলম এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

 

আর