ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

২৩ শিক্ষক নিয়োগ দেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৬:২৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

রাজশাহী প্রেকৌশল প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় লোকবল বৃদ্ধির লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, সিনিয়র মেডিক্যাল অফিসার এবং মেডিক্যাল অফিসার পদে ২৩ জনকে নিয়োগ দেবেন আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন

পদের নাম পদসংখ্যা

১)সহযোগী অধ্যাপক

ক) পুরকৌশল বিভাগ-০১ টি

খ) গণিত বিভাগ-০১ টি

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৫০,০০০-৭১,২০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২) সহকারী অধ্যাপক

ক) পুরকৌশল বিভাগ-০১ টি

খ)যন্ত্রকৌশল-০২ টি

গ)আইপিই বিভাগ-০১ টি

(অধ্যাপক পদের বিপরীতে)

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৩৫,৫০০-৬৭,০১০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

৩) প্রভাষক

ক) পুরকৌশল বিভাগ-০২ টি

খ) যন্ত্রকৌশল বিভাগ-০২ টি

গ) সিএসই বিভাগ-০২ টি

ঘ)ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্চিনিয়ারিং বিভাগ-০২ টি

ঙ)আই.পি. ই বিভাগ-০১ টি

চ) ত ও ই কৌশল বিভাগ-০২ টি

ছ) ইটিই বিভাগ-০১ টি

জ) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ-০১ টি

ঝ) কেমিক্যাল এন্ড ফুড প্রোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ-০১ টি

ঞ) ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-০১ টি

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

৪) সিনিয়র মেডিক্যাল অফিসার-০১ টি

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৩৫,৫০০-৬৭,০১০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

৫) মেডিক্যাল অফিসার-০১ টি

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা পদসমূহর যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত পরমেট রুয়েট ওয়েবসাইট( www.ruet.ac.bd) অথবা রূপালী ব্যাংক লিমিটেড, রুয়েট শাখা, রাজশাহীতে “ভাইস-চ্যাস্নেলর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শিরোনামে সঞ্চয়ী হিসাব নং-২৩৮৯ তে ৫০ টাকা জমাপূর্বক সংস্থাপন শাখা হতে সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই লিংকটি দেখুন-

http://www.ruet.ac.bd/uploads/media/default/0001/02/ebfc5c8ec1959d42f367259b40f7014dff369813.pdf

 

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জানুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

এম