তিষ্ঠ হে, শৈত্যপ্রবাহ
নূরুর রহমান
প্রকাশিত : ০১:৫১ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

শুধু তোমারো লাগিয়া
হুহু-হিমহিম হওয়ায়
কাঁপছি-জ্বলছি-পুড়ছি।
নিঃসঙ্গ নিউরনের কষ্টটা দেখ
প্রশ্রয় দাও, যুক্তি-টুক্তি থাক বন্দি
উষ্ণ হও, ভালোবাসো।
দীর্ঘ পলবে অপলক দেখ
রক্তকণায় বহে হিমবাহ
ভালোবাসো, উষ্ণ হও।
বিরহী সাইবেরিয় হাওয়া
একটু দাঁড়াও, একটু দেখ,
এক্ষুণি জ্বলবে অনল
কাজল চোখে, তাহার নাকফুলে
ঝিকিমিকি ফোটন কণায়
প্রেমে কিংবা ছলনায়।
/ এআর /