ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫,   চৈত্র ২১ ১৪৩১

তিষ্ঠ হে, শৈত্যপ্রবাহ

নূরুর রহমান

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

শুধু তোমারো লাগিয়া
হুহু-হিমহিম হওয়ায়
কাঁপছি-জ্বলছি-পুড়ছি।

নিঃসঙ্গ  নিউরনের কষ্টটা দেখ
প্রশ্রয় দাও, যুক্তি-টুক্তি থাক বন্দি
উষ্ণ হও, ভালোবাসো।

দীর্ঘ পল­বে অপলক দেখ
রক্তকণায় বহে হিমবাহ
ভালোবাসো, উষ্ণ হও।

বিরহী সাইবেরিয় হাওয়া
একটু দাঁড়াও, একটু দেখ,
এক্ষুণি জ্বলবে অনল
কাজল চোখে, তাহার নাকফুলে
ঝিকিমিকি ফোটন কণায়
প্রেমে কিংবা ছলনায়।

/ এআর /