ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

১৪ দলীয় জোটের সাথে নির্বাচন নিয়ে সংলাপ হবেঃ নাজমুল হুদা

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার

দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ১৪ দলীয় জোটের সাথে নির্বাচন নিয়ে সংলাপ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। বিগত দিনে দেশে যে দু’টি রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে তাদের দলের ভেতরেই গণতন্ত্র ছিলো না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণার সময় এ’সব কথা বলেন নাজমুল হুদা। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদা, কো-চেয়ারম্যান বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম এবং মহাসচিব হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এস. জেড. এম সালেহ উদ্দিনের নাম ঘোষণা করা হয়। বিকল্প রাজনীতিকে শক্তিশালী করার তাগিদেই এই দল ঘোষণা বলেও জানান নাজমুল হুদা।