পটুয়াখালী ‘ল’ কলেজে নিয়োগ
প্রকাশিত : ১০:১৬ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৫৮ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বে-সরকারি কলেজ শিক্ষক নিয়োগ রেগুলেশন (সংশোধিত)-২০১৫ মোতাবেক পটুয়াখালি ‘ল’ কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও দুই জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
অধ্যক্ষ এক জন, উপাধ্যক্ষ একজন এবং প্রভাষক দুই জন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে প্রথম শ্রেণীর স্নতক সম্মান ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রীসহ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী ও ডিগ্রী কলেজ পর্যায়ে ন্যূনপক্ষে দশ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর স্নাতক (পাস) ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক (পাস) ডিগ্রীসহ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী ও ডিগ্রী কলেজ পর্যায়ে ন্যূনপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী ও ডিগ্রী কলেজ পর্যায়ে ন্যূনতম পনের বৎসরের অভজ্ঞতা থাকতে হবে। অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর স্নাতকোত্তর, স্নাতক (পাস)/স্নাতক সম্মানসহ সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী/বিভাগ থাকতে হবে। উপাধ্যক্ষের শিক্ষাগত যোগ্যতা অধ্যক্ষের যোগ্যতার অনুরূপ হবে।
প্রভাষক পদে প্রফেশনাল বিষয়সমূহের শিক্ষাকগণের যোগ্যতা ও অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্তোর ডিগ্রী/যে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রীসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।তবে শিক্ষ জীবনে একাধিক তৃতীয় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বেতন:
আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীকে নিজ হাতে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সকল সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি এবং পটুয়াখালী ‘ল’ কলেজের অনুকূলে ৫০০-/ (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফটসহ অধ্যক্ষ বরাবরে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
আজ মঙ্গলবার ৯ জানুয়ারি,২০১৮ থেকে আগামী ১২ দিনের মধ্যে আবেদন করতে হবে।
সূত্র: সমকাল, ৯ জানুয়ারি, ২০১৮
একে/টিকে