ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

অ্যান্ডারসনকে টপকে শীর্ষে রাবাদা

প্রকাশিত : ১১:৪৪ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

কেপ টাউন টেস্টে কাগিসো রাবাদা নিয়েছেন ৫ উইকেট, পেয়েছেন ৫ রেটিং পয়েন্ট। অন্যদিকে সিডনি টেস্টে জেমস অ্যান্ডারসন নিতে পেরেছেন ১ উইকেট, হারিয়েছেন ৫ রেটিং পয়েন্ট।

এই দুইয়ের যোগফলে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অ্যান্ডারসনকে টপকে শীর্ষস্থান অর্জন করেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

 ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ এক নম্বরে উঠেছেন রাবাদা। ১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে রয়েছেন অ্যান্ডারসন। রাবাদার এখনো আড়াই বছরও হয়নি টেস্ট অভিষেকের। ২২ বছর বয়সী এ বোলারের জন্য এটি অসাধারণ এক অর্জন।

স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত রাবাদা গণমাধ্যমকে বলেন,“বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়াটা বিশেষ কিছু। অবিশ্বাস্য এক অনুভূতি এটি। খেলা শুরুর সময় লোকে এমন কিছুর স্বপ্নই দেখে।”

“ক্রিকেট দিন শেষে দলীয় খেলা। সতীর্থদের সমর্থনে আমি কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে বছরটি শুরু হলো দারুণভাবে। আশা করি, এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স ধরে রাখতে পারব।”

কেপ টাউন টেস্টের ব্যর্থতার ফলে দুই থেকে তিনে নেমেছেন বিরাট কোহলি। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন জো রুট। দুই ধাপ পিছিয়ে চেতেশ্বর পুজারা নেমেছেন পাঁচে।

 

তবে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান।

কেআই/টিকে