চয়নিকার নাটকে জোভান-ভাবনা
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার
জোভান ও ভাবনা দু’জন দু’জনকে ভালোবাসে। কিন্তু তারা দু’জনেই প্রযুক্তির ওপর অধিক নির্ভরশীল। সারাদিন ফেসবুক, ভাইবারসহ নানা রকম অ্যাপসে তাদের দিন কেটে যায়। এভাবেই দীর্ঘ হতে থাকে তাদের ভালোবাসার দিনগুলো। কিন্তু একটা সময় তার বিপরীত ঘটে। আর সেই ঘটনা জানতে হলে দেখতে হবে জোভান-ভাবনার ‘সাইন ইন’ শীর্ষক নাটকটি।
নাটকটিতে জোভান অভিনয় করছেন অমিতাভ চরিত্রে। ভাবনাকে দেখা যাবে আরজিতা চরিত্রে। উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
নাটকটি সম্পর্কে জোভান বলেন, ‘সমসাময়িক একটি গুরুত্বপূর্র্ণ বিষয়ের ওপর নাটকটি নির্মাণ হয়েছে। আমরা প্রযুক্তির ওপর এই সময়ে অনেক বেশি নির্ভরশীল। গল্পে প্রযুক্তিনির্ভর ভালোবাসাকে নির্মাতা তুলে ধরছেন।’
নির্মাতা জানান, নাটকটি এই সময়ের দুটি ছেলে-মেয়ের ভালোবাসার গল্প। অপরদিকে এই সময়ের প্রযুক্তি। দুটির সমন্বয়ে ‘সাইন ইন’ নাটকের গল্প। দর্শক এই নাটক থেকে একটি সামাজিক ম্যাসেজ পাবে।
এদিকে চয়নিকা চৌধুরী সম্প্রতি ‘সন্ধ্যার আগে’ও ‘যে দৃশ্যের শেষ নেই’ শিরোনামের আরও দুটি একক নাটকের কাজ শেষ করেছেন।
এসএ/