রোজা শুরুর মাস দুয়েক আগেই বেড়ে গেছে বেশিরভাগ পণ্যের দাম
প্রকাশিত : ১০:৪৩ এএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার
রোজা শুরুর মাস দুয়েক আগেই চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়ে গেছে বেশিরভাগ পণ্যের দাম। বেড়েছে ইফতারের অন্যতম অনুসঙ্গ ছোলাসহ সব ধরণের ডালের দামও। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। দাম স্থিতিশীল রাখতে সরকারের কার্যকর উদ্যোগ চেয়েছেন তারা।
আমদানিকারকদের দেয়া তথ্য অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে বাংলাদেশের অন্যতম তিনটি আমদানিকারক দেশ অস্ট্রেলিয়া, মিয়ানমার, ইথিওপিয়ায় ছোলার দাম ৭০০ ডলার থেকে বেড়ে ৯২০ ডলারে পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানে ছোলার ব্যাপক চাহিদার ফলে বেড়ে গেছে আমদানিকারকদের বুকিং রেট। যার প্রভাব পড়েছে দেশের ভোগ্যপণ্যের বাজারে। খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে এখন পাইকারি মূল্যে ছোলা বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮০ টাকায়। সপ্তাহখানেক আগেও যার দাম ছিল ৭০ থেকে ৭৬ টাকা। তবে কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহ আগে ১৮ থেকে ২০ টাকা বিক্রি হলেও এখন দাম কমে বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়।
এদিকে বাজারে চাহিদার পরও স্থানীয়ভাবে উৎপাদন কম থাকার পাশাপাশি বিভিন্ন আমদানিকারক দেশে প্রাকৃতিক দূর্যোগের কারণে সরবরাহ কম থাকায় বেড়ে গেছে সব ধরণের ডালের দাম। বেড়েছে জিরা, এলাচ, লবঙ্গসহ বিভিন্ন মসলার দামও।
তবে রমজানকে ঘিরে বাজারে দাম বেড়ে যাওয়ার জন্য সরকারের দুর্বল মনিটরিং ব্যবস্থাকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা।
এছাড়া, টিসিবির মাধ্যমে সঠিক সময়ে বিভিন্ন ভোগ্যপণ্য আমদানিরও পরামর্শ দিয়েছেন তারা।