সা’দকে ঠেকাতে বিমানবন্দর সড়কে বিক্ষোভ
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৮:০৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা মোহাম্মদ সা’দের আগমন ঠেকাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বিক্ষোভ করছে তাবলীগকর্মী ও কওমিপন্থী আলেমরা। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভর ফলে সড়কের দুই পাশের যান চলাচল থমকে যায়।
বিক্ষুব্ধরা বলেন, সরকারের সিদ্ধান্ত অমান্য করে মাওলানা মোহাম্মদ সা’দ তাবলীগ জামায়াতে অংশ নিতে ঢাকায় এসেছেন। তাই তাঁরা সা’দকে দিল্লিতে ফেরত পাঠানোর দাবিতে বিক্ষোভ করছেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম সিদ্দিকী জানান, তাবলীগ জামাতের আলেমরা বিমানবন্দরের পূর্বপাশে বিক্ষোভ করছেন। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ সা’দের বাংলাদেশে আসা নিয়ে পক্ষ-বিপক্ষ দুই গ্রুপের সৃষ্টি হয়েছে। সা’দের ‘বিতর্কিত’ বক্তব্যের কারণে তাঁরা বিরোধিতা করছেন বলে জানান বিক্ষোভকারীরা। সা’দ বিমানবন্দরে এসেছেন শুনে তাই তাঁকে সেখান থেকেই দিল্লি পাঠানোর দাবি করেন তাঁরা।
বিশ্ব ইজতেমায় সা’দের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে গত সোমবার আবেদন জানিয়েছিলেন বাংলাদেশ তাবলিগ জামাতের ছয় শূরা সদস্য।
একে// এআর