ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কাল শুরু ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১২:০৫ এএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা আগামীকাল বুধবার থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

এ বছর সারাদেশের ১ হাজার ৭২১টি কলেজের সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী ৬৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন।

 

আর/টিকে