ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ঝিনাইদহে পাট বীজের দাম গত বছরের চেয়ে ৪ গুন বেশি

প্রকাশিত : ১০:২৩ এএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

ঝিনাইদহে এবার গত বছরের চেয়ে ৪ গুন বেশি দামে বিক্রি হচ্ছে পাট বীজ। বাজারে দেশি পাট বীজ নেই। সবই ভারতীয় পাট বীজ। এছাড়া বেশীরভাগ পাট বীজ এবার নিম্নমানের ও ভেজাল হওয়ায় চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা কৃষকদের। সরকারীভাবে পর্যাপ্ত পাট বীজ সরবরাহ-সহ পাটের দাম বাড়িয়ে ক্ষতি পোশানোর দাবি তাদের। মাঠের পর মাঠ বোনা হচ্ছে পাট বীজ। জেলার ৬টি উপজেলায় এবার পাটচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে মাত্র ১১ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। সরকারীভাবে দেশী বীজ দেয়া হলেও তা অপ্রতুল হওয়ায় ভারতীয় বীজ নির্ভর হয়ে পড়েছেন কৃষকরা। গত বছর ভারতীয় পাট বীজ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা দরে পেলেও এবার তা বিক্রি হচ্ছে সাড়ে ৩’শ টাকা থেকে ৫”শ টাকায়। এছাড়া ভেজাল ও নিম্নমানের হওয়ায় এই বীজে চারাও গজাচ্ছে কম। ভারতীয় পাট বীজ রপ্তানীকারকরা দাম বাড়িয়ে দিয়েছে বলে জানান বিক্রেতারা। তবে সরকারীভাবে পাট বীজ সরবরাহ ও পাটের দামও ভালো পাওয়ার আশার কথা শোনালেন কৃষি কর্মকর্তা। উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।