৭৯ জন নিয়োগ দিবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৪০ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
অভিবাসনে পিছিয়ে পড়া জেলাসমূহে বিদেশ গমনেচ্ছু প্রার্থীদের আরবি, ইংরেজি, জাপানিজ, কোরিয়ান এবং চায়নিজ ভাষা শিক্ষা দেওয়ার জন্য ভাষা প্রশিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। প্রতিষ্ঠানিটি ৫ টি বিষয়ে ৭৯ জনকে খণ্ডকালীন ভাষা প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেবে।
পদের নাম ও পদসংখ্যা
১) আরবি ভাষা প্রশিক্ষক
ক) প্রধান প্রশিক্ষক-১১ জন
যোগ্যতা
আরবিতে স্নাতকোত্তরসহ আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-৯০০ টাকা
খ) সহকারী প্রশিক্ষক-১১ জন
যোগ্যতা
আরবিতে স্নাতকসহ আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-৭০০ টাকা
২) ইংরেজি
ক) প্রধান প্রশিক্ষক-১১ জন
যোগ্যতা
ইংরেজিতে স্নাতকোত্তরসহ ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-১০০০ টাকা
খ) সহকারী প্রশিক্ষক-১১ জন
যোগ্যতা
ইংরেজিতে স্নাতকসহ ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-৮০০ টাকা
৩) জাপানিজ
ক) প্রধান প্রশিক্ষক-০৮ জন
যোগ্যতা
যে কোন বিষয়ে স্নাতকোত্তরসহ জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-১৩০০ টাকা
খ) সহকারী প্রশিক্ষক-০৮ জন
যোগ্যতা
যে কোন বিষয়ে স্নাতকসহ জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-১১০০ টাকা
৪) কোরিয়ান
ক) প্রধান প্রশিক্ষক-০৮ টি
যোগ্যতা
যে কোন বিষয়ে স্নাতকোত্তরসহ কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-১৩০০ টাকা
খ) সহকারী প্রশিক্ষক-০৮ জন
যোগ্যতা
যে কোন বিষয়ে স্নাতকসহ কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-১১০০ টাকা
৫) চায়নিজ (মান্ডারিন)
ক) প্রধান প্রশিক্ষক-০১ জন
যোগ্যতা
যে কোন বিষয়ে স্নাতকোত্তসহ চায়নিজ(মান্ডারিন) ভাষা প্রশিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-১৩০০ টাকা
খ) সহকারী প্রশিক্ষক-০১ জন
যোগ্যতা
যে কোন বিষয়ে স্নাতকসহ চায়নিজ(মান্ডারিন) ভাষা প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঘণ্টায়-১১০০ টাকা
গ) অফিস সহায়ক-০১ জন
যোগ্যতা
এইচএসসি উত্তীর্ণ ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।
বেতন ঘণ্টায়-১৮০ টাকা
আবেদনের যোগ্যতা
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (http://www.bmet.org.bd) দেখুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি,২০১৮ তারিখ প্রর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: দৈনিক সমকাল ( ৮ জানুয়ারি, ২০১৮)
এম/টিকে