ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

নওগাঁয় প্রত্মতাত্ত্বিক স্থানে খনন কাজ শুরু হয়েছে

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

নওগাঁর রানীনগরে ৪টি প্রত্মতাত্ত্বিক স্থানে খনন কাজ শুরু করেছেন গবেষকরা। প্রাথমিক উপাত্ত বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, মাটির নিচে থাকা এ’সব স্থাপনা হাজার বছরের পুরনো। প্রত্মতত্ত্ববিদরা বলছেন, পুরনো জিনিসপত্র উদ্ধার হলে, এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের উজালপুর গ্রামের একটি ঈদগাহ মাঠ এটি। কয়েক বছর এই ইউনিয়নের বিভিন্ন স্থানে জরিপ করে উজালপুর, দিঘীরপাড়, ঘোড়াপাতা ও রাজাপুরে প্রত্মতত্ত্ব নিদর্শনের সন্ধান পান গবেষকরা। পরে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের অনুমতি নিয়ে ব্যক্তি উদ্যোগে শুরু হয় খনন কাজ। অনুসন্ধানকারীদের ধারণা, এই স্থাপনাগুলো অন্তত এক থেকে দেড় হাজার বছরের পুরনো। যেখানে বৌদ্ধরা শিক্ষা ও ধর্ম চর্চা করতেন। পাহাড়পুর বৌদ্ধ বিহারের সঙ্গেও এ’সব প্রত্মতত্ত্বের মিল রয়েছে বলে জানান তারা। গবেষকরা বলছেন, স্থাপনাগুলো আবিষ্কারের মধ্য দিয়ে এ’ অঞ্চলের ইতিহাসে নতুন তথ্য যোগ হবে। ঐতিহাসিক নিদর্শনের সন্ধান মেলায় খুশি এলাকাবাসীও। এগুলো যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছে তারা।