ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না যেসব ফোনে

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আসার পর যোগাযোগের মাধ্যমটা আরও সহজ হয়ে গেছে। এবার আর আলাদা টাকা খরচ করে মেসেজ করার প্রয়োজন নেই। ডেটার খরচেই পাঠানো যায় প্রচুর ছবি, ভিডিও, তথ্য এবং আরও অনেক কিছু। তবে, এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। বেশ কিছু ফোনে সাপোর্ট করবে না জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বর ২০১৮-এর মধ্যে Nokia S40 ফোনে আর ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ। ১ ফেব্রুয়ারি, ২০২০-র মধ্যে অ্যান্ড্রয়েড ওএস ২.৩.৭ সংস্করণ-এ হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না।

যে ফোনেগুলিতে অকেজো হবে হোয়াটসঅ্যাপ

১) ২.৩.৩-র থেকে পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণ।

২) উইন্ডোজ ফোন ৭।

৩) আইফোন ৩জিএস-iOS 6।

৪) নোকিয়া সিম্বিয়ান এস৬০।

সূত্র: জিনিউজ

একে// এআর