ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নিরাপদ কলাভবন গড়তে ছাত্রলীগের উদ্যোগ

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

কলাভবনকে নিরাপদ করার অঙ্গিকার নিয়ে ৪ দফা সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ছাত্রলীগ।

মঙ্গলবার এউপলক্ষ্যে ছাত্রলীগ কলা অনুষদের সভাপতি শামীম ওসমানের নেতৃত্বে কলাভবনের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হয়।

এই ৪ দফার মধ্যে রয়েছে: কলাভবনকে ধুমপান ও মাদকমুক্ত রাখা, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, বহিরাগতমুক্ত রাখা এবং কলাভবন অঙ্গনকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

এ প্রসঙ্গে কলা অনুষদ ছাত্রলীগ সভাপতি শামীম ওসমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কলাভবন অঙ্গনকে ধুমপান ও মাদকমুক্ত করতে এবং বহিরাগতরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের অপরাধ করতে না পারে সে ব্যাপারে আরোও বেশি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ছাত্রলীগ কর্মীরা এই ধরনের ভালো উদ্যোগের সঙ্গে সবসময় কাজ করবে বলে জানান তিনি।

এম