ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দক্ষিন কোরিয়ার ফুটবলার লি ইয়াং পিও এর জন্মদনি আজ

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

লি ইয়াং পিও দক্ষিণ কোরিয়ার সাবেক ফুটবলার। সবার কাছে খ্যাতি পেয়ে ছিলেন ফুটবলে দক্ষতা ও গতির জন্যে। ১৯৭৭ সালে আজকের এই দিনে দক্ষিণ কোরিয়ার হংশেন শহরে জন্মগ্রহন করেন লি ইয়াং পিও। লি ইয়াং পিও। দর্শক ও সহকর্মীদের কাছে লি নামেই বেশি পরিচিত সাবেক এই দক্ষিণ কোরিয়ান ফুটবলার।  লি যুব ক্যারিয়ারে ফুটবল খেলা শুরু করেন কংকুক ইউনিভার্সিটি ক্লাবের জার্সি গায়ে। এই ক্লাবে খেলেছেন ১৯৯৯ সাল পর্যন্ত। ২০০০ সালে নতুন করে বয়সভিত্তিক ক্যারিয়ারে মাঠে নামেন এনিয়ান এলজি চিটেস ক্লাবের হয়ে। এই ক্লাবের জার্সি গায়ে খেলেন দুই মৌসুম। এরপর যোগ দেন পিএসভি আইন্টহোভেন ক্লাবে। এই ক্লাবে ২০০৩ সাল থেকে খেলেন ২০০৫ সাল পর্যন্ত। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৫ সালে তিন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন টটেনহামের সঙ্গে। এরপর খেলেছেন বরুশিয়া ডর্টমুন্ড, আল-হিলাল ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপ্স ক্লাবে। আর ২০১৩ সালে ভ্যাঙ্কুভার ক্লাবের হয়েই অবসরে যান তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও আলো ছড়ান লি। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেন দক্ষিণ কোরিয়া অনুর্ধ্ব-২৩ দলে। আর ১৯৯৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেন  দক্ষিণ কোরিয়ার জাতীয় দলে। জাতীয় দলের জার্সি ম্যাচ খেলেছেন ১২৭টি। লি খেলা থেকে অবসর নিলেও ফুটবলের সঙ্গে নিজেকে আরো জড়িত রাখতে চায় এই কুশলি ফুটবল তারকা।