ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শেক্সপিয়রের ৪৫২তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৩১ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

কয়েক শতাব্দি পেরিয়েও ইংরেজি সাহিত্যের অন্যতম কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের আবেদন কমেনি এতটুকু। বরং আরো প্রাসঙ্গিক হয়ে উঠছেন তিনি। শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়রের ৪৫২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সম্মেলনে বক্তারা বলেন, শুধু ইংরেজী ভাষার শিক্ষার্থীই নন, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যেকেরই উইলিয়াম শেক্সপিয়রকে পাঠ করা উচিৎ। সময় ও দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব নাগরিক হয়ে ওঠা শেক্সপিয়রের বর্নাঢ্য জীবন নিয়ে, সম্মেলনে আলোকপাত করেন বক্তারা।