রাজধানীতে শীতের সবজির দাম কমলেও বেড়েছে গ্রীস্মকালীন সবজির দাম
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৫৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার
রাজধানীর বাজারে শীতের সবজির দাম কম হলেও, আকাশ ছোঁয়া গ্রীস্মকালীন সবজির দাম। আগের মতোই চড়া দেশি হাঁস-মুরগি-মাছের দাম। চাহিদার বিপরীতে স্বল্প সরবরাহ এর কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা। এছাড়া, আবারো বেড়েছে রসুনের দাম।
বাঙ্গালীর প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে কোন না কোন মাছ। তবে, প্রাকৃতিক উৎস কমে যাওয়ায় বাজার এখন সয়লাব চাষের তেলাপিয়া, সরপুটি, পাঙ্গাস মাছে। দাম কেজি প্রতি দেড় থেকে দু’শ’ টাকার মধ্যে হওয়ায় সাধারণ মানুষের ভরসা এখন এইসব মাছ। আর দেশি মাছের যা দাম, তাতে মধ্যবিত্তের সংযমী হওয়া ছাড়া উপায় নেই।
গরু-খাসির মাংসের কেজি আগের মতোই ৪০০ ও ৬০০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে দেড়শ’ টাকায়। তবে, তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে দেশি হাঁস-মুরগি।
শীতকালীন সবজির দাম নাগালের মধ্যে থাকলেও, চড়া দামে বিক্রি হচ্ছে গ্রীস্মকালীন সবজি।
পণ্যের বাড়তি দামে হতাশ সাধারণ মানুষ। আগের মতোই আছে পেঁয়াজ, আলু ও আদার দাম। তবে, আবারো বেড়েছে রসুনের দাম।