ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

দেশের বিভিন্ন জেলায় ৩য় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৭:০২ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

বিচ্ছিন্ন  কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো তৃতীয় দফায় ৬শ’ ১৪টি ইউনিয়ন পরিষদে ভোট । নিরাপত্তার কারনে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিলো উৎসব আমেজ। তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সঘর্ষ হয়েছে। শেরপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও কুমিল্লায় সহিংসতায় পুলিশসহ আহত হয়ে অর্ধশতাধিক। সাহিংসতার কারনে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। প্রথমবারের মত দলীয় প্রতীকে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৪৮ জেলার ৮৭টি উপজেলায় এ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৬ হাজার ৭৫টি। দুপুর পর্যন্ত এসব কেন্দ্রে স্বাভাবিক ভোট গ্রহণ হলেও,  বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত গোলযোগ ও অনিয়ম হয়েছে। কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নে কেন্দ্র দখল নিয়ে চেয়্যারমান প্রার্থীর দু’ গ্র“পের মধ্যে সহিংসতা হয়। এতে ৫ জন আহত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র‌্যাব ও পুলিশ। বগুড়ার ধুনটে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধ্ওায়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি পেট্রোল বোমা। শেরপুরে তিনটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে সুন্দরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নে বিএনপির সমর্থকরা হামলা চালায় তুলাতলা ভোট কেন্দ্রে। এসময় আওয়ামী লীগের সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভোট কেন্দ্র থেকে পালিয়ে যায়। নানা অনিয়মের অভিযোগে মুন্সিগঞ্জের লৌহজং এর হলদিয়া ইউনিয়নে ও নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। যদিও এধরনের কোন অভিযোগ বা প্রার্থীতা প্রত্যাহারের খবর জানেননা বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার। নোয়াখালীর চাটখিল উপজেলার ৫টি কেন্দ্রে গোলযোগ ও অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়। কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নে ভোটকেন্দ্র থেকে ৩ পোলিং এজেন্টকে তুলে নেয়ার অভিযোগ করেছে জাসদ। মাগুরার নাকোল ইউনিয়নের রায় নগর সানরাইজ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।  আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ায় তিন কিশোরকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহের নান্দাইলে বাসতী কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। সহিংসতা হয়েছে গোপালগঞ্জে ও সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের কামারখন্দের চোরগাছি মেম্বার প্রার্থীদের মধ্যে সহিংসতায় আহত হয়েছে ৫ জন। তবে বান্দরবানে শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট। গেল দুই দফা নির্বাচনের মত এবারো লক্ষ্য করা গেছে নারী ভোটারদের উপস্থিতি।