ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নারীবাদী সংগঠন আয়োজন করতে যাচ্ছে গণসচেতনতা মূলক অনুষ্ঠান

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

kushi khobirবিশ্বজুড়ে নারীদের প্রতি চলমান বৈষম্য ও সহিংসতা রুখতে আন্তজার্তিক নারীবাদী সংগঠন ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ আয়োজন করতে যাচ্ছে গণসচেতনতা মূলক অনুষ্ঠান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে সংগঠনটি। সেসময় বক্তারা বলেন, আগামী ৬ ফেব্রয়ারী দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর ছায়ানট মিলনায়তনে তরুণদের নিয়ে করা হবে আলোচনা সভা। বিকেলে রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয়েছে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মার্কিন নাগরিক ইভ এন্সলার, গ্লোবাল কো-অর্ডিনেটর ও চলচ্চিত্রাভিনেত্রী মনিক উইলসন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও সংগঠনটির বাংলাদেশের সমন্বয়কারী খুশী কবির।