‘কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে’
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার
কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে নতুন করে এমপিওভুক্ত করা হবে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে ইরা ইনফোটেক লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করা হলেও জাতীয়করণের ব্যপারে বর্তমান সরকারের কোনো সিদ্ধান্ত নেই।
উক্ত অনুষ্ঠানে তিনি বলেন, চলতি বছর কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও ঢালাওভাবে তা করা হবে না। এমনও কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোর এক রুমে ৫ ক্লাসের শিক্ষা কার্যক্রম চলে। এসব স্কুলকে এমপিওভূক্ত দেওয়া হবে না। মানসম্মত স্কুলকেই এমপিওভূক্তি দেওয়া হবে।
এম/টিকে