ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শিক্ষকরাই প্রশ্নফাঁস করেন: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১০:২২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরাই পরীক্ষার দিন সকাল বেলায় প্রশ্নফাঁস করে দেন। কিছুসংখ্যাক শিক্ষক আছে যারা শিক্ষক সমাজের সম্মান নষ্ট করছে। এ ধরনের কাজ করে তারা সরকারকে বেকায়দায় ফেলে দিচ্ছে।

রবিবার (১৪ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদ শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের দেশের দীর্ঘ দিনের একটা সমস্যা হলো প্রশ্নফাঁস। এক সময় বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস হতো। আমরা সেটাকে নিরাপদ করেছি। এখন সেখান থেকে প্রশ্নফাঁসের কোনও আশঙ্কা নেই। সেখান থেকে জেলা-উপজেলায় প্রশ্ন পাঠানো হয়, সেটাকেও নিরাপদ করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের নিরাপদ ভাবা উচিত, সেই শিক্ষকরাই পরীক্ষার দিন সকালবেলায় প্রশ্নফাঁস করেন। কিছুসংখ্যক শিক্ষক আছে যারা শিক্ষক সমাজের সম্মান নষ্ট করছে এবং সার্বিকভাবে সরকারকে সমস্যায় ফেলে দিচ্ছে। তারা পরীক্ষার আগে প্রশ্নপত্রের খাম খুলে এটা প্রচার করে দেয়। এতে তারা অর্থও আয় করে, সরকারকেও বেকায়দায় ফেলতে চায়।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নফাঁস নিয়ে আমরা আরো কঠোর ব্যবস্থা নিচ্ছি। কাউকে কোনোভাবে জড়িত পাওয়া গেলে, তার কঠোর শাস্তি হবে। সেই শিক্ষকের চাকরি থাকবে না। পরীক্ষাকেন্দ্র থাকবে না। স্কুলও আমরা কেটে দিতে পারি। কোনও ধরনের মোবাইল ফোন কেউ পরীক্ষার হলের পাশে নিতে পারবেন না। শেষ সময় প্রশ্নফাঁস হয় বলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে গিয়ে পরীক্ষার্থী সিটে বসতে হবে। তারপর প্রশ্নের খাম খোলা হবে। এটা পর্যবেক্ষণের জন্য আমরা মোবাইল টিমও গঠন করেছি। আশা করি সবার সহযোগিতায় প্রশ্নফাঁস বন্ধ করতে পারবো।’

 

এসি/টিকে