ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

ঐতিহাসিক খাপড়াওয়ার্ড দিবস আজ

প্রকাশিত : ১১:০০ এএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ১১:০০ এএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার

ঐতিহাসিক খাপড়াওয়ার্ড দিবস আজ। ১৯৫০ সালের এদিনে রাজশাহীর কারাগারে উপমহাদেশের প্রথম জেল হত্যাকান্ড হয়। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে রাজশাহী কারাগারের খাপড়াওয়ার্ডে ৩৯ বন্দীর উপর গুলি চালিয়ে হত্যা করে ৭ বিপ্লবীকে। জীবিত ৩২ জনকে করা হয় নির্মম নির্যাতন। বিদায় নেবার আগে ব্রিটিশদের সবশেষ ষড়যন্ত্র ছিল ১৯৪৭ সালে ১৫ আগস্ট; দ্বিজাতি তত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তানের বিভক্তি। ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে পাকিস্তান শাসকগোষ্ঠীর ঔপনিবেশিক আচরণ। আর পূর্ব বাংলার মানুষ দেখে মুক্তির স্বপ্ন। জমিদারী প্রথা উচ্ছেদ ও ভুমি সংস্কার আন্দোলন, ভাষা আন্দোলন, তেভাগা-হাজং-টঙ্ক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের বীজ বোনা হয় শুরু। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে আটক করা হয় অনেক রাজনীতিককে। বন্দীরা জেলখানায় নির্যাতন ও নিম্মমাণের খাবারের প্রতিবাদ করে। কারা আইনের আমূল সংস্কারের দাবিতে জেলের মধ্যে ১৯৪৯ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ৪ দফায় অনশন করে তারা। এ ঘটনার ধারাবাহিকতায় রাজশাহীর কারাগারেও শুরু হয় কারাবন্দীদের অনশন। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে ওয়ার্ড পরিদর্শনে আসে সুপারিনটেনডেন্ট বিল। আলোচনায় উত্তপ্ত বাক্য বিনিময় হলে ওয়ার্ড ছেড়ে বেড়িয়ে যায় বিল। পরে বিদ্রোহ দমনের নামে গুলি চালানো হয়। নিহত হন সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দেলোয়ার হোসেন, কম্পমান সিং ও আনোয়ার হোসেন। খাপড়াওয়ার্ডের বিদ্রোহ পরবর্তিতে ভাষা আন্দোলন এবং ৫৪’র নির্বাচনে পশ্চিম পাকিস্তানীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগায়।