ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

সাকিব ঘূর্ণিতে ডাক মেরেছেন জিম্বাবুয়ের দুই টপ-অর্ডার

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০১:২৮ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার

সাকিব ঘূর্ণিতে জোড়া ডাক মেরেছেন জিম্বাবুয়ের টপ-অর্ডার ব্যাটসম্যান সলোমন মিরে ও ক্রেইগ অরভিন। দুজনই শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। 

এদিক দিনের শুরুতেই সাকিব-আল হাসানের খেল কাটতে না কাটতেই টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা ফিরিয়ে দেন টিকে থাকা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজাকে। আর জিম্বাবুয়ের টপ-অর্ডারে শেষ পেরেকটি মারেন কাটার বোলার মুস্তাফিজ। ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে দিয়ে টপ অর্ডারের দুর্গ ভাঙ্গেন বিস্ময় বালক মুস্তাফিজ।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সফররত জিম্বাবুয়ে ১৮ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান তুলতে সমর্থ হয়েছে। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি মুর্তজা। তিন জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে।

এমজে/