ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার

ঝিনাইদহে অনুষ্ঠিত হলো জমজমাট পিঠা উৎসব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংস্কৃতি এ শ্লোগানে শৈলকুপার দুধসর গ্রামে আয়োজন করা হয় এ পিঠা উৎসবের।
উৎসবে ছিলো পাটিসাপটা, ফুলঝুরি, ভাজাপুলি, পানিদৌলা, পাকান পিঠা সহ প্রায় ৫০ রকমের পিঠা। দিনব্যাপী এ আয়োজনে ভিড় জমান নানা শ্রেণী-পেশার মানুষ। বাঙালির চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। দুধসর গ্রামের ডিজিটাল স্কুলের আয়োজনে এ পিঠা উৎসবে ৭১ টি স্টলে পিঠা প্রদর্শণ করেন দেড় শতাধিক গৃহবধূ। শেষে ১০ জন সেরা পিঠা রাধুনীকে পুরস্কার দেয়া হয়।
/ এআর /