ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

ভবিষ্যতে ই-পাসপোর্ট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০২:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার

ভবিষ্যতে ই-পাসপোর্ট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বিভাগীয় পাসপোর্ট অফিসসহ ১০টি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করে এমআরপি পাসপোর্ট চালুর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে গণমাধ্যমকে শুধু খুঁত না ধরে সরকারের ভালো কাজ তুলে ধরারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে ঢাকার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ছাড়াও প্রধানমন্ত্রী মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মনবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুর পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় পাসপোর্ট অধিদপ্তরের নানামুখী উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। পরে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সেসব উন্নয়ন কাজ বন্ধ করে দেয়ায় সমালোচনা করেন তিনি। ১ কোটি ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট, এমআরপি সরবরাহে সংশ্লিষ্টদের প্রশংসা করে ভবিষ্যতে ইলেকট্রনিক পাসপোর্ট চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গনমাধ্যমকে শুধুই খুঁত ধরার প্রবণতা থেকে সরে আসারও আহ্বান জানান। হয়রানি বন্ধে ই-টিকেটিং চালুর ঘোষণা দিয়ে সবাইকে নিজেদের কর্মক্ষেত্রে কর্তব্য পালন করে দেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এরআগে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগর মহিলা কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন। সেখানে শিক্ষাসহ সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।