ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৫ ১৪৩১

প্রকাশিত হলো মৌরি ও আকাশের ‘বন্ধুয়া’ (ভিডিও)

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৫০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার

মৌরি জামান ও আকাশ মাহমুদের নতুন মিউজিক ভিডিও ‘বন্ধুয়া’ আজ প্রকাশিত হয়েছে। আকাশ ড্রীম মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ পায়। গানটি লিখেছেন জাকির মাষ্টার। আর এর সুর ও সংগীতায়োজনে ছিলেন আকাশ মাহমুদ নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

এর আগে ‘প্রথম আলোয় প্রথম দেখা’ এবং ‘তোকে নিয়ে’ শিরোনামে দুইটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন মৌরি ও আকাশ। গান দুইটি লিখেছিলেন মো: বদিরুজ্জামান সাগর। ‘প্রথম আলোয় প্রথম দেখা’ গানটির সুর করেছেন আক্কাস খান। আর অন্যটি করেছেন আকাশ মাহমুদ।

‘বন্ধুয়া’ শিরোনামে গানটির মডেল হিসেবেও আছেন এর দুই কণ্ঠ শিল্পী। এর মাধ্যমে দর্শক গানটিতে দুইজনের অন্যরকম রসায়ন দেখতে পাবে।    

গানটি সম্পর্কে কন্ঠশিল্পী মৌরি জামান বলেন, গানটি ভালো করার চেষ্টা করেছি। এর দৃশ্যেধারণ করা হয়েছে মনোরম লোকেশনে। গানের কথাগুলো শ্রোতাদের ভালো লাগবে।

আকাশ মাহমুদ বলেন, আমরা শ্রোতাদের ভালো একটি গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। একেবারে গ্রামের সুন্দর লোকেশনে এর কাজ করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। সামনে আরো ভালো কিছু কাজ করতে চাই।

এসি/