বঙ্গবন্ধুর ভাষণ মানুষের মাঝে প্রেরণা যোগাবে: শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১০:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের সামাজিক- ও অর্থনৈতিক মুক্তির চেতনায় যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিটিবি ভবনের নিচতলায় দেয়ালে এ ম্যুরাল স্থাপণ করা হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধুর ভাষণ কোন লিখিত ভাষণ ছিল না। এটি এমন একটি অনন্যসাধারণ ভাষণ, যা বর্তমানে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতেও মানুষ এ থেকে প্রেরণা লাভ করবে।
তিনি বলেন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু এ দেশের মানুষের আশা-আকাঙ্খা, সংগ্রাম ও ভবিষ্যৎ দিক-নির্দেশনা ধারণ করে বক্তৃতা দিয়েছিলেন। এ ভাষণ সমগ্র জাতিকে প্রেরণা যুগিয়েছে। এটিই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণা।
বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেয়ার জন্য এনসিটিবিকে অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষামন্ত্রী। এবার ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, গত ৯ বছর ধরে এ বই বিতরণে কোন ব্যত্যয় ঘটেনি। নয় বছরে মোট ২৬০ কোটি ৮৫ লাখ বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা এবং সদস্য ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
এম