পেঁয়াজের দাম স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ১১:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৮:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
স্থানীয় বাজারে পেয়াঁজের মূল্য ক্রমশঃ হ্রাস পেয়ে এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহ’র লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরোও বলেন, সরকার বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় পেঁয়াজের দাম হ্রাস পেয়েছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পেয়াঁজের মূল্য স্থিতিশীল করার জন্য ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেয়াঁজ আমদানির ব্যবস্থা নেয়াসহ বিপণন ব্যবস্থায় সরকারের নজরদারী বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানীকারক ও ঢাকার বিভিন্ন পাইকারী বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিকনির্দেশা দেয়া হয়েছে।
সূত্র: বাসস
/এম/