সামরিক শক্তি প্রয়োগে সিরিয়া-সংকটের সমাধান সম্ভব নয়: ওবামা
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০২:৪৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার
সামরিক শক্তি প্রয়োগে সিরিয়া-সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ওবামা বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্থল বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হবে বড় ভুল। সিরিয়া সংকটকে জটিল আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, খুব সহজে এর সমাধান হবে না। এছাড়া নিজের নয় মাসের ক্ষমতাকালীন সময়ে আইএস নির্মূলও সম্ভব নয় বলে জানিয়েছেন ওবামা। তবে বল প্রয়োগের মাধ্যমে ক্রমান্বয়ে আইএসের মত জঙ্গি সংগঠনগুলোর কর্মকান্ড সীমিত আকারে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।