বায়ুচালিত রেল
প্রকাশিত : ১০:২০ এএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
বায়ুশক্তিচালিত ট্রেন। পরীক্ষামূলক নয়; বরং প্রযুক্তির উৎকর্ষতায় বাণিজ্যিক ভিত্তিতেই এর প্রচলন শুরু হয়েছে। নেদারল্যান্ডসের সব বৈদ্যুতিক ট্রেন এখন বায়ুচালিত। দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানি নেদারল্যান্ডিজ স্পুরউইগেন (এনএস) এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
এনএসের মুখপাত্র টন বুন নিশ্চিত করেছেন যে, ১ জানুয়ারি ২০১৭ থেকে তাদের ট্রেনগুলো শতভাগ বায়ুশক্তিচালিত।
দুই বছর আগে এনএসের টেন্ডারের মাধ্যমে ওই কাজটি পায় এনেকো। চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি থেকে এনএসের সব ট্রেন বায়ুচালিত করার কথা ছিল। চুক্তির মেয়াদের এক বছর আগেই চালু হয়েছে বায়ুচালিত ট্রেন।
টন বুন আরও বলেন, আমরা আমাদের পরিকল্পনার এক বছর আগেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি। সারা দেশ ও উপকূলবর্তী এলাকায় উইন্ডমিল বা বায়ুচাকা থাকায় আমাদের অর্জন দ্রুততার সঙ্গে হয়েছে। এনেকো ও এনএস একটি যৌথ ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিদিন প্রায় ছয় লাখ যাত্রী ‘বিশ্বের প্রথম’ বায়ুচালিত ট্রেন ব্যবহার করছে।
/ এআর /