ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়: হানিফ

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৪৯ এএম, ২৫ এপ্রিল ২০১৬ সোমবার

ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পঞ্চম ধাপের নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করে তিনি বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। পঞ্চম ধাপে মোট ৭’শ ৩৩ জন প্রার্থীর মধ্যে এদিন ৭’শ ১৬ জনের নাম ঘোষনা করা হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেন তিনি। দলীয় প্রার্থীদের বিপক্ষে কেউ কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এদিকে জুলাইয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের অভ্যর্থনা কমিটির বৈঠক হয়েছে। পরে সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জানান, শিগগিরই বিদেশী বন্ধুদের আমন্ত্রণ জানানো হবে। পাকিস্থানের গণতান্ত্রিক দলগুলোর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলেও জানান তিনি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন