ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সচিন টেন্ডুলকারের জন্মদিন আজ

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০৫:২৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৬ রবিবার

সচিন রামেশ টেন্ডুলকার। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। ভারতের ক্রিকেট ইতিহাসে কিংবদন্তীর মহানায়কও বলা হয় থাকে। ১৯৭৩ সালে আজকের এই দিনে ভারতের মুম্বাইতে জন্মগ্রহন করেন তিনি। দর্শক আজ সচিন রামেশ টেন্ডুলকারের ৪৩তম জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। সচিন রামেশ টেন্ডুলকার। সবার কাছে সচিন টেন্ডুলকার নামেই বেশি পরিচিত এই ডানহাতি ব্যাটসম্যান। কেউ কেউ আবার লিটেল মাস্টার নামেও ডেকে থাকেন তাকে। মাত্র ষোল বছর বয়সে প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্টে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে শতাধিক সেঞ্চুরি করা এবং এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েন টেন্ডুলকার। ২০১৩ সালে টেস্ট ক্রিকেটের সর্ব শেষ ম্যাচ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচে খেলে রান করেছেন ১৮,৪২৬ রান। আর ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ২০০। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন ১৫৪টি। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ঘরোয়া ক্রিকেট লিগেও মাঠ মাতিয়েছেন তিনি। ১৯৮৮ সালে খেলেন ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া। ১৯৮৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন মুম্বাই দলে। এরপর ইয়র্কশায়ের, মুম্বাই ইন্ডিয়ান্স ও মেলর্বোন ক্রিকেট ক্লাবের হয়ে। ২০১৩ সালে ১৬ই নভেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন টেন্ডুলকার। সব চেয়ে কম বয়সী হয়ে ভারতের স্পোর্টস ব্যাক্তি হিসেবে সবচেয়ে বেশি সিভিলিয়ান পুরষ্কার জিতেন টেন্ডুলকার। ১৯৯৪ সালে জিতেন আর্জুন ও ১৯৯৭ সালে রাজিব গান্ধী খেল রতœ পুরষ্কার। আর ২০১৩ সালের ১৬ই নভেম্বর ভারত রতœ তুলেদেন তার হাতে।  ক্রিকেট থেকে অবসরের পরও নানাভাবে ক্রিকেটের সাথে জড়িত রয়েছেন ভারতের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটসম্যান।