এবার জাপানে ক্ষেপনাস্ত্র হামলার ভুয়া সতর্ক বার্তা
প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে ক্ষেপনাস্ত্র হামলা হতে যাচ্ছে, এমন ভুয়া সতর্কবার্তা জারির দুদিন না পেরোতেই এবার জাপানে ক্ষেপনাস্ত্র হামলার ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। জাপান সরকার নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম এনএইচকে- এর ব্রেকিং নিউজে এই সতর্ক বার্তা জারি করা হয়।
ওই ব্রেকিং নিউজে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র আজ মঙ্গলবার দেশটিতে আঘাত হানবে। এরপর এনএইচকে’র এক ওয়েব সাইটেও এই সতর্ক বার্তা জারি করা হয়। তবে এর কয়েক মিনিট পরই ওই ভুল সতর্ক বার্তাটি তুলে নেয় এনএইচকে।
এদিকে ওই ভুল সতর্ক বার্তার পরই দেশটির রাজধানী টোকিওতে উত্তেজনা দেখা দেয়। মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে কিছুক্ষণ পরই ওই ভুল বার্তাটি সংশোধন করায় লোকজনের মধ্যে স্থিতিশীলতা আসে।
সুত্র: রয়টার্স
এমজে/