‘উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মাত্র কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে তিনি পুরো বাংলাদেশের চেহারাই বদলে দিয়েছেন। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কিছু হতে পারেনা। মঙ্গলবার সকালে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের ছাত্র সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারী উন্নয়ন খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন উন্নয়নের ধারা চলমান রাখতে ফের জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, “ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ জিততে পারবে না এটা বিএনপির ভূল ধারনা। আপনারা (বিএনপি) নির্বাচনে আসেন বা না আসেন আগামী নির্বাচন ফ্রি ফেয়ারই হবে। নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে এবং বরাবরের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
তিনি বলেন আসছে নির্বাচনে ঢাকা-১ আসন ( দোহার-নবাবগঞ্জ) থেকে দলীয় মনোনয়ন কে পাবে তা প্রধানমন্ত্রী ভাল জানেন। জননেত্রী খোঁজ খবর রাখছেন কে এলাকায় বেশি জনপ্রিয়। সে দিক থেকে আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে ভালবাসেন তাহলে সামনের নির্বাচনে যদি আমি নমিনেশন পাই তাহলে আপনাদের জন্য যা করা লাগে আমি সেটা করবো।
জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিবন্ধন পরিদফতরের মহা পরিদর্শক ড. কে এম আব্দুল মান্নান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল-মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার নন্দী, সাবেক ছাত্রনেতা সাজ্জাত হোসেন সুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা ও দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবীবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিয়াদ। সন্ধায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ক্লোজ-আপ তারকা সালমা, ইমরান ও শিল্পি হ্রুদয় খান।
আর