ট্রাম্পের বোধশক্তি ঠিক আছে: চিকিৎসক
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোধশক্তি পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি। বরং ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা চমৎকার অবস্থানে রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর এমন কথাই বলছেন হোয়াইট হাউজের চিকিৎসকরা।
চিকিৎসক রনি জ্যাকসন বলছেন, ট্রাম্পের বোধশক্তি বা স্নায়বিক বিষয়গুলো নিয়ে আমার কোনো উদ্বেগ নেই।
গত সপ্তাহে তিন ঘণ্টা ধরে ট্রাম্পের শারীরিক অবস্থার চেক আপ করেছিলেন চিকিৎসকরা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো তার প্রথম এ ধরনের শারীরিক পরীক্ষা। আর এটা হলো এমন এক সময়ে যখন একটি বিতর্কিত কিংবা আলোচিত বইয়ে ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গত বছরের ডিসেম্বরে বক্তব্যের মাঝে পানি পান করা নিয়েও সমালোচিত হয়েছেন ট্রাম্প।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের শারীরিক অবস্থাকে চমৎকার বলে উল্লেখ করেছেন চিকিৎসক জ্যাকসন।
চিকিৎসক বলেন, সব তথ্য নির্দেশ করে যে প্রেসিডেন্টের স্বাস্থ্য খুবই ভালো আছে এবং তার মেয়াদে তিনি এমনই থাকবেন।
একজন মানুষ ফ্রায়েড চিকেন ও ডায়েট কোক পান করে আর কোন শরীরচর্চা না করে কি করে ভালো স্বাস্থ্যে থাকে? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, এটা জিনগত বিষয়ের উপর নির্ভর করে। ট্রাম্প চমৎকার জিনের অধিকারী। তবে ডা: জ্যাকসন বলেছেন, কম চর্বিযুক্ত খাবার ও ব্যায়াম করলে প্রেসিডেন্ট ট্রাম্প আরও উপকৃত হতে পারবেন।
সূত্র: বিবিসি
একে// এআর