নিজের শিশুর জন্য গরুর খাটি দুধ নিশ্চিত করতে মোরশেদ আহমদ বাবু এখন সফল খামারী
প্রকাশিত : ১১:৫১ এএম, ২৫ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ১২:১১ পিএম, ২৫ এপ্রিল ২০১৬ সোমবার
নিজের শিশুর জন্য গরুর খাটি দুধ নিশ্চিত করতে গিয়ে কক্সবাজারের কাজী মোরশেদ আহমদ বাবু এখন সফল খামারী। প্রতিদিন শত শত লিটার গরুর দুধ সরবরাহ করছেন শহরের বিভিন্ন এলাকায়। তাকে দেখে উৎসাহী হচ্ছেন আরো অনেকে।
কক্সবাজার শহরের কলাতলির লাইট হাউজ পাড়ার বাসিন্দা কাজী মোরশেদ আহমদ বাবু। শহরের একটি ডেইরি ফার্মের মালিক তিনি।
২০১১ সালে নিজের শিশু সন্তানের জন্যে একটি গাভী কেনেন। ওই গাভী থেকে পাওয়া যেত ১৮ লিটার দুধ। চাহিদা মিটিয়ে বাকীটা বিক্রি করতে। নিভেজাল হওয়ায় দিন দিন বাড়তে থাকে দুধের চাহিদা। এরপর ২০ শতক জমির উপর গড়ে তুলেন খামার। কেনেন আরো ১৯ টি গাভী। বাড়তে থাকে আয়ের পরিমাণও।
খামারটিতে এখন কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের।
খামারটির জন্য প্রযোজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রানী সম্পদ বিভাগ।
বেকার না থেকে নিজ উদ্যোগে কিছু করার মধ্যে দিয়েই আসতে পারে সফলতা। এরই একটি উদাহরণ রংধনু ডেইরী ফার্ম।