ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতে হামলার হুমকি লস্কর-ই-তৈয়্যবার

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৩৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

india treatপাঠানকোটের মতো ভারতে আরও হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার প্রধান হাফিজ সাইদ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এক জনসভায় এই ঘোষণা দেন তিনি। তার এ বক্তব্যকে সমর্থন জানিয়েছে কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড জিহাদ কাউন্সিল-ইউজেসি। পাঠানকোটে হামলার দায় স্বীকার করেছিল ইউজেসি’র-ই জয়শ-ই-মোহাম্মদ। এদিকে এ ঘোষণার পর উদ্বিগ্ন দিল্লি। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সন্ত্রাসীর ব্যাপারে পাকিস্তানের সর্তক হওয়া উচিত বলে মনে করছে তারা। আন্তর্জাতিক চাপের মুখে হাফিজ সাইদ গতিবিধি কমিয়ে দিলেও সম্প্রতি আবার জনসম্মুখে দেখা যাচ্ছে তাকে।