শত কোটি টাকার বিছানা
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৭:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
ভারতের উত্তর প্রদেশের কানপুরে একজন ভবন নির্মাতা ব্যবসায়ীর বাড়িতে প্রায় ১০০ কোটি টাকার বিছানার সন্ধান পাওয়া গেছে! ওই ব্যবসায়ির নাম আন্দ খাত্রি।
গত মঙ্গলবার পুলিশ ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) কর্তৃপক্ষ ওই অর্থ উদ্ধার করেছে। পরে সেগুলো উদ্ধার করে পাঁচটি বড় স্টিলের ট্রাঙ্ক, বস্তা ও কার্টনে ভরা হয়েছে। এগুলো সব ৫০০ ও ১০০০ রুপির নোট।
উদ্ধার হওয়া ওই নোটগুলো দিয়ে বিছানা তৈরি করা হয়েছিল বলে জানান উত্তর প্রদেশের পুলিশ।
অর্থ পাচারের অভিযোগ এড়াতেই কতিপয় ব্যবসায়ী এই কাজ করেছেন বলে ধারণা করছেন পুলিশ। এর আগে ২০১৬ সালের নভেম্বরে পূর্ব ঘোষণা ছাড়াই বিজেপি সরকার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করে।
অভিযুক্ত ব্যক্তি কোথা থেকে এই টাকা পেলেন। টাকা কেনই বা এতদিন জমিয়ে রাখলেন। এ বিষয়েগুলোতে জানতে অভিযুক্ত ব্যক্তি ও তার সাথে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা।
সূত্র: জি নিউজ
এম/টিকে