নতুন আঙ্গিকে এশিয়ান টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আসছে এশিয়ান টেলিভিশন। বিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পঞ্চম বর্ষপূর্তির যাত্রা শুরু করেছে চ্যানেলটি। যাতে থাকছে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনা মিশ্রিত বাঙালিয়ানা।
এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান রেডিওর চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ, সিআইপি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিদেশি চ্যানেল আর সাংস্কৃতিক আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মানোন্নয়নের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবে এশিয়ান টেলিভিশন। বিশেষ করে জীবনধর্মী ও রুচিস্নিগ্ধ নাটক নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এশিয়ান টেলিভিশন।
রাজধানীর গুলশান নিকেতনে অবস্থিত এশিয়ান টেলিভিশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ সিআইপি আগামী দিনের পরিকল্পনা ও বর্ষপূর্তির জমকালো অনুষ্ঠানমালা নিয়ে বক্তব্য দেন।
তিনি জানান, দেশি-বিদেশি দর্শকদের মন জয় করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে এশিয়ান টেলিভিশন। একইসঙ্গে পাঁচ পেরিয়ে ছয়ে পা রাখছে এশিয়ান রেডিও। এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান রেডিওর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনে সবাইকে উপস্থিত হওয়ার আমন্ত্রণও জানান তিনি।
এসএ/