ডিজিটাল বাংলাদেশ হাসির বিষয় নয় বাস্তবতা: হাছান মাহমুদ
প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কথাটি নিয়ে হাসাহাসি করত। কিন্তু এখন এটি হাসির বিষয় নয় বরং বাস্তব।
বুধবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে `দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির ৯ বছর` শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারটির অায়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. শামসুল অালম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল অাহমেদ।
ড. হাছান মাহমুদ বলেন, দেশে এখন কোন কুঁড়েঘর নেই। কবিরা যদি কুঁড়েঘর নিয়ে কবিতা লিখতে চান তাহলে কুঁড়েঘর খুঁজে পাবেন না। দেশে এখন কুঁড়েঘর নেই। সব পাকা ঘর। এটি দেশের উন্নয়ন ব্যবস্থার ফল।