কাজাখস্তানে বাসে আগুন : নিহত ৫২
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সড়কে একটি বাসে আগুন লেগে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। ৫ বাসযাত্রী দ্রুত বেরিয়ে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যান। উদ্ধারকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
আকতোবির ইরগিজ এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে উজবেকিস্তানের নাগরিকরা ছিলেন। তবে বাসটি রাশিয়া থেকে ছেড়ে এসেছিল না রাশিয়াতে যাচ্ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যে রুটে বাসটি যাচ্ছিল সেটি প্রায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটারের পথ। এই পথ দিয়ে উজবেকিস্তানের শ্রমিকরা রাশিয়া প্রবেশ করে থাকে।
জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, বাসটিতে ৫৫ জন যাত্রী ও দুজন চালক ছিলেন। এদের মধ্যে জীবিত উদ্ধার হওয়া ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/ এআর /