ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

বিচারপতিতের অভিশংসনের ক্ষমতা প্রয়োগের আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৬ সোমবার

সংবিধান সংশোধনের প্রায় দেড় বছর পর সুপ্রিম কোর্টের বিচারপতিতের অভিশংসনের ক্ষমতা প্রয়োগের আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের বিচারকগণের অসদাচরণ ও অসামর্থ্যতা  আইন, ২০১৬'-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দিতে এই আইনটি করা হচ্ছে। সংশ্লিস্টরা জানিয়েছেন, বিচারকদের কী কী কারণে অভিশংসন করা যাবে- তা নির্ধারণ করা হয়েছে এ আইনে। তবে কেউ যদি বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন, তার দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীতে সংসদ এ ক্ষমতা পেলেও আইনের অভাবে তা প্রয়োগ করা হয়নি।