সেরা উদীয়মাণ ক্রিকেটার হাসান আলী
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
পাকিস্তানের ডানহাতি পেস বোলার হাসান আলী এবার সেরা উদীয়মাণ ক্রিকেটারের তকমা পেয়েছেন। সেরা উদীয়মাণ ক্রিকেটার হাসান আলী বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের গতির ঝড় তুলে কাঁপিয়ে দিয়েছেন ২০১৭ সালে। আর এতেই সেরা উদীয়মাণ ক্রিকেটারের মুকুট নিজের করে নিয়েছেন পাকিস্তানের মান্ধি বাহাউদ্দিন এলাকার গতিময় এ ক্রিকেটার।
গত বছর চ্যাম্পিয়ন ট্রপি জেতা পাকিস্তানের অন্যতম সেরা বোলার হাসান আলী বছরজুড়েই ছিলেন র্যাংকিংয়ের শীর্ষে। বিশ্বের সব বাঘা বাঘা বোলারকে পেছনে ফেলে র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন তিনি। চ্যাম্পিয়ন ট্রপিতে হাসান আলী ১৩ উইকেট লাভ করেন। এছাড়া গত বছর ২২ বছর বয়সী ওই তরুণ ২১ ম্যাচে ৪৮ উইকেট তুলে নিয়েছেন। তার ইকনোমিক রেট ছিল ১৭.৭০। গত বছর তিনবার পাঁচ উইকেট করে নিয়েছেন পাক এই পেস বোলার।
হাসান আলী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘গত বছরটি আমার জন্য সত্যিই বিস্ময়কর ছিল। এছাড়া ওই বছর শুধু আমার জন্যই নয়, দলের জন্যও ছিল বিস্ময়কর। আমি এ পুরস্কারে গর্বিত। আমার দলও গর্বিত। আশা করি, সামনের দিনে দলের হয়ে আরও ভাল পারফর্ম করতে পারবো।’
সুত্র: দ্য ডন
এমজে/