ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ইসলামী ব্যাংকের নতুন এমডি মাহবুব

প্রকাশিত : ১১:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মো. মাহবুব উল আলম। বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তাকে এমডি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানসহ পর্ষদের সদস্যরা।

ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি সময়ে বয়সজনিত কারণে বর্তমান এমডি আব্দুল হামিদ মিঞার মেয়াদ শেষ হবে। এ কারণে আগে থেকেই এমডি নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব বুঝে নেবেন মাহবুব উল আলম।

মাহবুব উল আলম বর্তমানে ইসলামী ব্যাংকের এএমডি (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্ম ১৯৫৬ সালে কুমিল্লা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে