ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ব্যাটিংয়ে বাংলাদেশ, সানজামুলের পরিবর্তে সাইফউদ্দিন

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:১১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

এবার টসে জিতে আর ব্যাটিং নিতে ভুল করেননি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ৭০ রানে পরাজিত হয়েছিল লঙ্কানদের কাছে। ওই ম্যাচে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল টাইগাররা। তবে ওই ম্যাচে মাত্র ২১০ রানে গুটিয়ে ছিল টাইগারদের ইনিংস।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ নামছে দ্বিতীয় জয়ের আশায়। এদিকে জিম্বাবুয়ের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা শ্রীলঙ্কা চায় প্রথম জয়। তবে শ্রীলঙ্কাকে আটকাতে এবার দলে ডাকা হয়েছে অলরাউন্ডার সাইফ উদ্দিনকে। বাদ দেওয়া হয়েছে বোলার সানজামুলকে। পেস আক্রমণে শক্তি বাড়াতেই সানজামুলের জায়গায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে টাইগার দলপতি মাশরাফি মুর্তজা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

 

শ্রীলঙ্কা দল: উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা।

এমজে/